আজ ঐতিহাসিক ১৫ আগস্ট।আমাদের শোকের দিন, কান্নার দিন। জাতির যে শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা এনে দিয়ে বাঙালির মুখে হাসি ফুটিয়েছিলেন, তাঁকেই এই দিনে সপরিবার হত্যা করে জাতিকে শোকের সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে।
সেই শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় অত্র দপ্তরের আজকরে কার্যক্রম। এরপর অত্র দপ্তরের কার্যলয়ে উপমহাপরিদর্শক মহোদয়ের সভাপতিত্বে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এরপর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। সবেশেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে সকালবেলার অয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয়।