নরসিংদী জেলা শিশুশ্রম পরিবীক্ষন কমিটির ৫ম সভা অনুষ্ঠিত
বিস্তারিত
শিশুরা আমাদের ভবিষ্যত। সেই শিশুরাই যদি ভালো না থাকে তাহলে আমরা জাতি হিসেবে সফলতা লাভ করব কিভাবে?
বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও ভয়াবহ সমস্যা হলো শিশু শ্রম। বাংলাদেশ জাতীয় শ্রম আইন ২০০৬ অনুযায়ী ১৪ বছরের কম বয়সী শিশুদের কাজ করানো হলে তা শিশু শ্রমের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফ এক নতুন প্রতিবেদনে বলেছে, কোভিড-১৯ সংকটের ফলশ্রুতিতে আরও লাখ লাখ শিশুকে শিশু শ্রমে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা গত ২০ বছরের অগ্রগতির পর প্রথম শিশু শ্রম বাড়িয়ে দিতে পারে।
তারই আলোকে অদ্য ২১ অক্টোবর ২০২০ খ্রি: তারিখে নরসিংদী জেলা শিশুশ্রম পরিবীক্ষন কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। সভাটি অতিরিক্ত জেলা প্রশাসক, রেভিনিউ জনাব চৌধুরী আশরাফুল করিম মহোদয়ের সভাপতিত্বে জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কমিটির সদস্যরা শিশুশ্রমের প্রেক্ষাপট ও বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।