গত ৩১/০৭/২০১৯ খ্রিঃ তারিখে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে নরসিংদী সার্কিট হাউজের কনফারেন্স রুমে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে আঞ্চলিক ক্রাইসিস কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিানে অত্র দপ্তরের মাননীয় উপমহাপরিদর্শক মহোদয়, শ্রম পরিদর্শকগণ সহ নরসিংদী জেলার কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।
সভাপতি নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। অত:পর তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রধান,ব্যবসায়ী সংগঠনের প্রধান ও শ্রমিক সংগঠনের প্রধানদের উপস্থিতির জন্য ধন্যবান জানান। তিনি শ্রমিকদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়া এবং পুনরায় কর্মক্ষেত্রে ফিরে আসা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে এবং শ্রমিকরা যাতে যথাসময়ে বেতন-ভাতাদি, বোনাস ও ছুটি পেয়ে নিরাপদে আপনজনের সাথে ঈদ উদযাপনের জন্য নিজ বাড়ি যেতে পারে তা নিশ্চিতকরনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ঈদের বোনাস ও বেতন ০৮ আগস্ট ২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে পরিশোধ করতে তাগিদ দেন।সাইজিং মিলের শ্রমিকরা যেন তাদের দাবিকৃত বোনাস যথাযথ ভাবে পায় তা নিশ্চিতে সমঝোতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে জোর দেন এবং সকলকে ক্রাইসিস কমিটির এখতিয়ারের ব্যাপারে ভেবে দেখার পরামর্শ দেন এবং কমিটিকে বিব্রত না করার উপর গুরুত্বারোপ করেন।
এ পর্যায়ে কমিটির বিগত সভার কার্যবিবরণীর উপর সকলে আলোচনায় অংশগ্রহণ করেন এবং সঠিকভাবে কার্যবিবরণী লিপিবদ্ধ হওয়ায় তা দৃঢ়ীকরণ করা হয়।
সভায় নিম্ম বর্ণিত আলোচনা হয়:
জনাব মোঃ সাইফুল ইসলাম সুমন, সাধারন সম্পাদক, চৌয়ালা সাইজিং মিল শ্রমিক লীগ, নরসিংদী জানান যে, নরসিংদীতে ৩৩ টি সাইজিং মিলে যথাযথ ভাবে বোনাস দেওয়া হলেও ১০ টি কারখানায় যথাযথ ভোবে বোনাস দেওয়া হয় না। এর মধ্যে চৌয়ালায় ০৮ টি ও বিলাসদীতে ০২ টি কারখানা অবস্থিত। কিন্তু বর্তমানে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেন। তিনি ক্রাইসিস কমিটির মিটিং এর কার্যবিবরণীতে এ বিষয়ে সিদ্ধান্ত কামনা করেন। তিনি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
জনাব মোঃ ইউনূস মিয়া, অফিসার ইনচার্জ, শিল্প পুলিশ নরসিংদী বক্তব্যের শুরুতে ২১/০৭/২০১৯ খ্রিঃ তারিখে সাইজিং মিলের বোনাস সংক্রান্ত মিটিং এর সিদ্ধান্ত সভায় সকলকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে মৌখিকভাবে মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলেও তা ক্রাইসিস কমিটির কার্যবিবরণীতে থাকা উচিত। অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার বিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
জনাব মোঃ আরিফুল ইসলাম বাবু, সভাপতি, মাধবদী থানা টেক্সটাইল শ্রমিকলীগ সভায় উল্লেখ করেন যে, এক সময় মাধবদীতে শিল্প পুলিশ ছিলো না। পূর্বে মাধবদীতে বোনাস হিসেবে লিুঙ্গি দেওয়া হতো কিন্তু এখন এই ক্রাইসিস কমিটির তৎপরতার কারণে মাধবদীতেও বোনাস নিশ্চিত হয়েছে। তিনি ক্রাইসিস কমিটির সফলতার জন্য সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ দেন। আসন্ন ঈদ উপলক্ষে শিল্প পুলিশ যেন তাদের টহলকে বাড়িয়ে দেন এ ব্যাপারে পদক্ষেপ নিতে সভাপতি মহোদয়কে তিনি অনুরোধ করেন।
মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা টেক্সটাইল শ্রমিকলীগ বলেন যে, নরসিংদী জেলায় কর্মরত অধিকাংশ শ্রমিক উত্তরবঙ্গের রংপুর ও কুড়িগ্রাম জেলা থেকে আগত । তাই ঈদের পূর্বে সময় নিয়ে ছুটি দেওয়ার জন্য তিনি দাবি জানান। তিনি সভায় অবহিত করেন যে অধিকাংশ কারখানায় ঈদের আগের দিন বোনাস ও বেতন দেওয়া হয়। তাই দূর-দূরান্তের শ্রমিকেরা বেতন-বোনাস নিয়ে যথা সময়ে বাড়ি যেতে পারে না। তাই ৩/৪ দিন পূর্বে ছুটি দিলে শ্রমিকেরা নিরাপদে বাড়ি যেতে পারবে। তিনি আরো উল্লেখ করেন যে, টেক্সটাইল মিলের শ্রমিকেরা বেতন-বোনাস নিয়ে যাবার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি পুলিশ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
জনাব মুন্না মিয়া, সভাপতি,নরসিংদী জেলা টেক্সটাইল শ্রমিকলীগ সভায় অভিযোগ করেন যে,গজ প্রতি মজুরি ২০ পয়সা বৃদ্ধি কেবল মাত্র তাতীদের জন্য কার্যকর হয়েছে।তিনি ড্রাম মাস্টার, নলিম্যান ও ড্রয়ার ম্যানের মজুরি বৃদ্ধির দাবি জানান। তিনি সভায় অবহিত করেন যে, ড্রয়ার ম্যানের মজুরি প্রতি হাজারে ০৫ টাকা বৃদ্ধি করা হয়েছে তাই এই সকল সেক্টরের শ্রমিকেরা কর্মবিরতিতে গেলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে বলে সভায় অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে কারখানা এলাকায় স্থানীয় সন্ত্রাসী ও ছিনতাইকারীর দৌরাত্ম বেড়েছে, ফলে শ্রমিকদের অর্থ ও জীবন হুমকির মুখে। বিশেষ করে মহিলা শ্রমিকদের ঝুঁকি বেশী। তাই তিনি এ ব্যাপারে প্রশাসনের যথাযথ ভূমিকা কামনা করেন। তিনি নূন্যতম ০৪ দিন পূর্বে ঈদের ছুটি বাস্তবায়নের দাবি জানান।
জনাব মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক, নরসিংদী সদর টেক্সটাইল শ্রমিকলীগ চৌয়ালা ও বিলাসদী এলাকায় শ্রমিকদের মধ্যে মাদকের ছুবল ছড়িয়ে পড়েছে বলে সভায় হতাশা ব্যাক্ত করেন। তিনি হাজীপুরে ঈদের বোনাস কম দেওয়ার অভিযোগ করেন। শ্রমঘন এলাকায় যেন মাদক প্রবেশ করতে না পারে এ ব্যাপারে তিনি প্রশাসনের জোরালো ভূমিকা কামনা করেন।
জনাব রাজিব সভাপতি, হাজীপুর টেক্সটাইল শ্রমিকলীগ হাসনাবাদ এলাকায় ঈদের বোনাস দেওয়া হয়না বলে সভায় অবহিত করেন। তিনি হাজীপুরে ঈদের বোনাস ৫০০ টাকা কম দেওয়ার অভিযোগ করেন। তিনি জোর দিয়ে বলেন যে হাজীপুরে কোন ছিনতাই, চাঁদাবাজি নেই।
জনাব মোঃ ফরহাদ মাহমুদ, সাধারন সম্পাদক, নরসিংদী জেলা সাইজিং মিল শ্রমিক লীগ, সকল মালিককে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানান। তিনি পুনরায় ক্রাইসিস কমিটির মিটিংএর মাধ্যমে শ্রমিদের দাবি বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জনাব মোঃ ইউনূস ফকির, মালিক প্রতিনিধি, মাধবদী থানা টেক্সটাইল মিল মালিক সমিতি মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশে সভা আহবান করায় সকলকে ধন্যবাদ জানান। তিনি সভায় উল্লেখ করেন যে, মাধবদীতে শ্রম আইন অনুযায়ী বেতন ও বোনাস দেওয়া হয়। পবিত্র ঈদ-উল-আজহায় অগ্রিম ১০ দিনের বেতন প্রদাণের বিষয়ে তিনি সকলকে অবহিত করেন। তিনি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।
জনাব মোঃ রিপন সরকার, আহবায়ক, নরসিংদী জেলা জাতীয় শ্রমিকলীগ, সভায় অবহিত করেন যে, সাইজিং মিল গুলিতে প্রত্যেক শ্রমিককে ০১ মাসের বেসিকের সমপরিমাণ বোনাস ০২ ঈদে ভাগ করে দেওয়ার কথা থাকলেও মাত্র ১০ দিনের সম পরিমাণ বোনাস দেওয়া হয়। এ বিষয়ে তিনি সংশ্লিস্ট সকল দপ্তরে দাবি দাওয়া সংক্রান্ত পত্র দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি ক্রাইসিস কমিটির মিটিং এর কার্যবিবরণীতে এ বিষয়টি নিয়ে আসার ব্যাপারে গুরুত্বারোপ করেন। সামনে ঈদ, তাই অগ্রাধিকার বিবেচনায় গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়ে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নরসিংদী, জনাব মোঃ আতিকুর রহমান ০৮ আগস্ট ২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে বোনাস ও বেতন পরিশোধ করার জন্য মালিক পক্ষকে অনুরোধ করেন এবং নির্ধারিত তারিখে বেতন-বোনাস দিতে ব্যর্থ হলে সমযোতার মাধ্যমে তা সমাধানের পরামর্শ প্রদাণ করেন। শ্রমিকরা যেন নিরাপদে বাড়ি যেতে পারে এবং জেলার সার্বিক পরিস্থিতি যেন সুন্দর হয় এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি সকলের নিরাপদ ও আনন্দঘন ঈদ কামনা করেন।
অরিরিক্ত পুলিশ সুপার নরসিংদী, জনাব জাকির হোসাইন শ্রমিক নেতাদের অভিযোগ গুলো নিজেরা বসে সমাধান করার পরামর্শ দেন। যেন সুযোগসন্ধানী তৃতীয় পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়। কোথাও কোনো শ্রম অসন্তোষ হলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি অনুরোধ করেন। থানায় অভিযোগ করে প্রতিকার না পেলে সার্কেল অফিস অথবা এস পি অফিসে সরাসরি জানানোর পরামর্শ দেন। এ ছাড়াও তিনি জানান শিল্প এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য টহলদারী বৃদ্ধি করা হয়েছে। খারাপ কিছু চোখে পড়লে সাথে সাথে এস পি অফিসে জানানোর জন্য পরামর্শ দেন।তিনি হাজী পুরের মালিক-শ্রমিকের সুসম্পর্কের বিষয়টি মডেল হিসেবে গ্রহণের জন্য সকলকে আহবান জানান। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।
সভাপতি উল্লেখ করেন যে, সামনে ঈদ-উল-আজহা এবং শোকাবহ ১৫ ই আগস্ট। তাই শোককে শক্তিতে পরিণত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি ক্রাইসিস কমিটির সীমাবদ্ধতার কথা উল্লেখ পূর্বক যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উপর গুরুত্বারোপ করেন এবং ঈদের পূর্বে যাতে শ্রমিক ছাঁটাই না করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যাতে বেতন-বোনাস প্রদান করা হয় এবং নিরাপদ যাতায়তের মাধ্যমে যাতে তারা সুন্দর ও সুষ্ঠুভাবে বাড়ীতে ঈদ উদ্যাপন করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। তিনি সাইজিং মিলের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে পরামর্শ প্রদান করেন।
পরিশেষে, এই ঈদের পূর্বে ও পরে সকল কিছু শুভ হোক কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
সার্বিক আলোচনান্তে গৃহীত সিদ্ধান্তসমূহ নিম্মরূপ:
নং |
সিদ্ধান্ত |
বাস্তবায়ন |
---|---|---|
১
|
০৮ আগস্ট ২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে ঈদ-উল-আজহার বোনাস ও বেতন পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়। |
সকল মালিক পক্ষ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,নরসিংদী। |
২ |
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহার পূর্বে শ্রমিক ছাঁটাই না করার সিদ্ধান্ত গৃহীত হয়। |
শিল্প পুলিশ, নরসিংদী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নরসিংদী এবং মালিক পক্ষ। |
৩ |
এনজিও এর প্রতি নজরদারি বাড়াতে হবে যাতে তারা তাদের এখতিয়ার বর্হিভূত কাজে সংযুক্ত হতে না পারে এবং কোনো প্রকার শ্রমিক অসন্তোষের ইন্ধন যোগাতে না পারে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। |
জেলা প্রশাসন, নরসিংদী। জেলা পুলিশ ও শিল্প পুলিশ নরসিংদী।
|
৪ |
শিল্পকারখানার শ্রমিক ও মালিকদের বেতন ও বোনাসের অর্থ উত্তোলনসহ এ সংক্রান্ত আর্থিক লেনদেনে সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। |
জেলা প্রশাসন, নরসিংদী। |
৫ |
চুরি, ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ নরসিংদীকে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। |
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নরসিংদী । |
৬ |
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নরসিংদীতে জরুরী সেবা ও সংকট মোকাবেলায় কন্ট্রোল রোম খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। |
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নরসিংদী । |
৭ |
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নরসিংদীর আওতায় ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা প্রস্তুত করণ ও নজরদারির সিদ্ধান্ত গৃহীত হয়। |
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নরসিংদী । |
সভায় আর কোনো আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও ঈদ-উল-আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস